English

15 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

বগুড়ার ডিসি জিয়াউল হক করোনায় আক্রান্ত

- Advertisements -

বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জিয়াউল হক করোনায় আক্রান্ত হয়েছেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার নমুনা পরীক্ষায় জেলা প্রশাসক মো. জিয়াউল হক কেভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত হন। তবে করোনায় আক্রান্ত হলেও তিনি সুস্থ রয়েছেন। অবশ্য ডায়াবেটিস থাকার কারণে তাকে উন্নত চিকিৎসার গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম আলী বেগ জানিয়েছেন, জেলা প্রশাসক মো. জিয়াউল হক, তার স্ত্রী এবং দুই মেয়েসহ ৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে শুধু জেলা প্রশাসকের পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদের নেগেটিভ এসেছে।
যোগাযোগ করা হলে বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, শরীরে জ্বর অনুভব করায় সোমবার সকালে তিনি পরীক্ষার জন্য নমুনা দেন। পরে রাতে তাকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় তিনি করোনা পজিটিভ।
তিনি বলেন, আমি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছি।
বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। সেই থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ৮ হাজার ১০৭ জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ৯৩ দশমিক ৫৩ শতাংশ বা ৭ হাজার ৫৮৩ জন সুস্থ হয়েছেন।
তবে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৩ জন। যা মোট আক্রান্তের ২ দশমিক ৩৮ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে জেলার সরকারি-বেসরকারি ৩টি হাসপাতালসহ নিজ নিজ বাড়িতে মোট ৩৩১ জন চিকিৎসাধীন রয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন