English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

নওগাঁ ৬ আসনে উপনির্বাচন: কেন্দ্র দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিএনপির ভোট বর্জন

- Advertisements -

নওগাঁ ৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁর আত্রাই থানা বিএনপি অফিসে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এর আগে, আজ দুপুর ২টায় আত্রাই উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে শেখ রেজাউল ইসলাম অভিযোগ করেন, ‘সকাল থেকে ভোটের কোনো পরিবেশ নেই। নির্বাচন কমিশনারকে অনেকবার বিষয়টি অবগত করা হয়েছে। কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সকল কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’
তবে নওগাঁ-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ‘শান্তিপূর্ণ ভোট চলছে। বেলা ১টা পর্যন্ত অনেক কেন্দ্রে প্রায় ২০% ভোট পড়েছে। কেন্দ্রে ভোটার উপস্থিতিও রয়েছে। দেখা যাক।’
নওগাঁ-৬ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আত্রাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান জানান, ‘সকাল ৯টা থেকে ইভিএমে সুন্দরভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। কোথাও কোনো ত্রুটি দেখা দেয়নি ইভিএমে।’
প্রসঙ্গত, আজ শনিবার সকাল ৯টা থেকে দেশের দুই সংসদীয় আসন যাত্রাবাড়ী ও কদমতলীর আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-৫ এবং রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনে ভোট গ্রহণ শুরু হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন