কারিমুল হাসান, ধুনট, বগুড়া: বগুড়ার ধুনটে জ্বীন হাজির করেও মেলেনি নিখোঁজ আয়েশা খাতুন নামের গৃহবধূর। সোমবার দুপুরে নিখোঁজ ব্যাক্তির সন্ধান পেতে কবিরাজের সহযোগিতা নেয় ভূক্তভোগী পরিবার।
এর আগে গত সোমবার উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের দক্ষিণপাড়া এলাকার আবু বক্কারের স্ত্রী আয়েশা খাতুন বাড়ির পাশে বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন।
এরপর তার পরিবার অনেক খোঁজাখুজির পর কোন সন্ধান না পেয়ে ধুনট ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফয়ার সাভিসের ডুবরিদল ওই দিন সকাল ১১টা থেকে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে চলে যায়।
পরের দিন মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের লোকজন রফিকুল ইসলাম নামের এক কবিরাজ কে ডেকে আনেন। যে স্থান থেকে নিখোঁজ হয়েছে ঠিক সেইস্থানে কবিরাজ রফিকুল ইসলাম আসন পেতে, নদীতে ৭টি মুরগির ডিম, এক লিটার গরুর দুধ ও নদীর তীরে গর্ত করে গোবর পুতে রাখেন।
পরে এক মহিলার শরিরে জ্বীন হাজির করে। জ্বীন জনসম্মুখে ওই মহিলার কন্ঠে জবাব দেয় সন্ধ্যার একটু আগে আয়েশা খাতুনের মৃতদেহ ফেরত দেবে। কবিরাজ এমন তথ্য সবাইকে জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। সন্ধ্যার আগে শতশত দর্শনার্থী নদীর তীরে ভীর করলেও সন্ধান মেলেনি নিখোঁজ আয়েশার।
তবে এবিষয়ে ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হামিদুল ইসলাম জানান, রাজশাহী থেকে ডুবরি নিয়ে এসে বিলচাপড়ী বাঙ্গালী নদীতে নিখোঁজের সন্ধান করা হয়, কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি।