জয়পুরহাটের আক্কেলপুরে তুলশীগঙ্গা নদীতে ব্যারিকেটদিয়ে বেড়জাল ও নিষিদ্ধ কারেন্ট জালদিয়ে মাছ শিকার করায় একজনকে ৫০০ শত টাকা এবং বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার সকালে পৌর সদরের সোনামুখী এলাকায় তুলশীগঙ্গা নদীর প্রবাহে অবৈধভাবে ব্যারিকেট দিয়ে নদী দখল করায় তা উচ্ছেদে নামে ভ্রাম্যমান আদালত। বেড়জাল ও নিষিদ্ধ কারেন্ট জালদিয়ে মাছ শিকার করায় আওয়ালগাড়ী এলাকার কামাল হোসেন নামের এক মৎস্যজীবীকে ৫০০ শত টাকা জরিমানা করা হয়।
এসময় প্রায় ৭০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্টজাল এবং বেড়জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মহিদুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান বলেন, তুলশীগঙ্গা নদীর প্রবাহে অবৈধ ব্যারিকেটদিয়ে মাছ শিকার অবৈধ। এতে মাছের প্রজনন ব্যাহত হয়। উপজেলার নদী, খাল-বিল দখলমুক্ত রাখতে উপজেলা মৎস্য দপ্তর এবং আমাদের এই অভিযান চলমান থাকবে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন