English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

জমি বিক্রি করে এমপি পদে মনোনয়ন নিলেন ‘ভোটপাগল’ এসকেন আলী

- Advertisements -

এলাকায় ‘ভোটপাগল’ হিসেবে পরিচিত এসকেন আলী। আগে দুইবার ইউনিয়ন পরিষদের মেম্বার পদে, একবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ভোট করার জন্য সবার দোয়া চেয়ে পোস্টার ছাপিয়ে ছিলেন।

কিন্তু ওই বছর আর্থিক সংকটের জন্য ভোট করতে পারেননি। এখন শখ হয়েছে এমপি পদে ভোট করার। কিন্তু পেশায় গ্রামপুলিশ এসকেন আলীর নেই টাকা-পয়সা। এ কারণে বাড়ির পাশে এক কাঠা জমি আড়াই লাখ টাকায় বিক্রি করে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনায়নপত্র উত্তোলন করেছেন তিনি।

এসেকেন আলীর মনোনয়নপত্র তোলার বিষয়টি নিশ্চিত করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা।

এসকেন আলী লালপুর ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ এবং একই ইউনিয়নের বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী মন্ডলের ছেলে।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেন এসকেন আলী।

এসকেন আলী বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোট করবো বলে ২০ বছর আগেই পরিকল্পনা করেছিলাম। তাই বাড়ির পাশের এক কাঠা জমি আড়াই লাখ টাকায় বিক্রি করে মনোনয়ন ফরম তুলে ভোটের কাজ শুরু করেছি। এখন পর্যন্ত ভোট সংক্রান্ত কাজে ৩৬ হাজার টাকা খরচ হয়েছে।’

জনগণ আপনাকে কেন ভোট দেবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ২৭ বছর ধরে গ্রামপুলিশে চাকরি করছি। কোনো স্বার্থ ছাড়াই অনেক মানুষের উপকার করেছি। একটা ভোট চাইলে তারা অবশ্যই দেবেন।’

এসকেন আলী বলেন, ‘এ আসনে মোট ১৫টি ইউনিয়ন পরিষদ আছে। সবগুলোর গ্রামপুলিশের সঙ্গে আমার যোগাযোগ আছে। সবাই ইনশাআল্লাহ আমার জন্য কাজ করবেন।’

এ বিষয়ে লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ইউএনও আমাকে ফোন দিয়ে এসকেন আলীর মনোনয়ন ফরম উত্তোলনের খবরটি জানিয়েছেন। ঘটনাটি শুনে আমি রীতিমতো অবাক হয়েছি।’

ইউএনও শামীমা সুলতানা বলেন, চাকরিকালীন নির্বাচনে বাধ্যবাধকতা রয়েছে কি না মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং অফিসার বিষয়গুলো দেখবেন। আইনবিধি অনুযায়ী ত্রুটিযুক্ত হলে সেগুলো বাতিল হয়ে যাবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন