নাটোর সদরে ৯৫ বছরের এক বৃদ্ধের সঙ্গে ৮০ বছরের বৃদ্ধার বিয়ে হয়েছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল থেকে সদরের দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে ওই নবদম্পতিকে দেখতে বরের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
দিঘাপতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন আলী সরদার জানান, তিন বছরে আগে ডাঙ্গাপাড়া গ্রামে ৯৫ বছর বয়সী আহাদ আলী মন্ডল ওরফে আদির স্ত্রী তিন বছর আগে মারা যান। আদি চার ছেলে ও তিন মেয়ে থাকলেও স্ত্রী না থাকায় বৃদ্ধ বয়সে একাকিত্বে ভুগছিলেন তিনি। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরা তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে, আমেনা বেগমের স্বামী আট বছর আগে মারা যান। দুই মেয়ে ও নাতি নাতনি থাকলেও তিনিও ছিলেন নিঃসঙ্গ। তাই উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন