চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষ্য, নোম্যান্স ল্যান্ড থেকে এগিয়ে বাংলাদেশের ভেতরে বেড়াটি নির্মাণের চেষ্টা চলছে।
এ প্রেক্ষাপটে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিষয়টি নিয়ে সোমবার ও মঙ্গলবার (৬ ও ৭ জানুয়ারি) বিকেলে দুই দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই বাহিনী।
জানা গেছে, আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৭/১এস ও ২এস এলাকায় পাঁচ-ছয় মাস আগে আওয়ামী লীগ আমলে সীমান্তের নোম্যানস ল্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে (আন্তর্জাতিক শূন্যরেখার ১০০ গজের মধ্যে) একটি কাঁচা রাস্তা নির্মাণ করে বিএসএফ।
সেই রাস্তার পাশে তারা সোমবার সকালে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে এই উত্তেজনা তৈরি হয়।
এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমিরক্ষায় স্থানীয় বাংলাদেশিরা ক্ষোভ জানিয়েছেন। তারা বিএসএফের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে বিজিবির সঙ্গে দিনব্যাপী সীমান্তে অবস্থান নেন।
অন্যদিকে সীমান্তের ওপাশে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সঙ্গে অবস্থান নিতে দেখা যায়।
মঙ্গলবার সকাল থেকেই সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। বিজিবির সেক্টর কমান্ডারসহ ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত সোমবার সকালে ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার সবদলপুর বিএসএফ কাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। বিজিবির পক্ষ থেকে তখন বাধা দেওয়া হয়। সোমবার বিকেলে উভয়পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
অধিনায়ক গোলাম কিবরিয়া জানান, আজ মঙ্গলবার আবারও বিএসএফ ছয় মাস আগে নির্মিত অবৈধ রাস্তার পাশে বাংলাদেশের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি বাধা দেয়। এতে উত্তেজনা বৃদ্ধি পায়।
পরিস্থিতি এখন শান্ত জানিয়ে তিনি বলেন, উভয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনীই সর্তকাবস্থানে রয়েছে।