শিবগঞ্জ উপজেলায় পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারিদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রণীত পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবি আদায়ের নিমিত্ত সারাদেশের ন্যায় শিবগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা অফিসে সকাল ০৯:০০ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন। ২৪ নভেম্বর মঙ্গলবার এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে তাদের দাবিসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য বিবৃতি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত অফিস সুপার মো: আব্দুস ছালাম খন্দকার। বিবৃতিতে বলা হয়, বিভিন্ন বিভাগ/দপ্তর অধিপ্তরের (১১-১৬ গ্রেড) কর্মচারীদের পদবি ও গ্রেড পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কিন্তু মাঠ প্রশাসনের (১১-১৬ গ্রেড) কর্মচারীদের পদ পদবি পরিবর্তন/সচিবালয়ের ন্যায় নিয়োগ বিধি প্রণয়নের যৌক্তিক ও ন্যায় সংগত দাবি দীর্ঘদিনেও বাস্তবায়িত হয়নি। তাঁরা অবিলম্বে তাঁদের দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ কাম ইউডিএ মো: রেজাউল করিম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো: আনোয়ারুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের অফিস সহকারী মো: হামিদুল রহমান, সৈয়দ আহম্মেদ এবং মোছা: মমি খাতুন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন