English

21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

শিবগঞ্জে পৌর নির্বাচনে চার কাউন্সিলর ও একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলরের মনোনয়নপত্র দাখিল

- Advertisements -

৩য় ধাপে আসন্ন শিবগঞ্জ পৌর নির্বাচনে সংরক্ষিত মহিলাসহ ৫জন কাউন্সিল মনোনয়নপত্র দাখিল করেছেন।মঙ্গলবার সকাল ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম সহকারী রির্টানিং অফিসার আনিছুর রহমানের নিকট মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামিলীগ নেতা লতিফ, প্রভাষক জামিদুল ইসলাম,যুবলীগ নেতা এনামুল প্রমূখ।
দুপুর ২টায় ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল হান্নান সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আনিছুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, পৌর যুবলীগের সহ-সভাপতি ইয়াছির আরাফাত রাসেল। এসময় আরও উপস্থিত ছিলেন সোলায়মান, ছালামত, রমজান, ইউনুস আলী, ইউসুফ আলী, সেকেন্দার, মতলেব, হৃদয় হোসেন, শহিদুল মাস্টার, পলাশ প্রমূখ।
বিকাল ৩টায় ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসাবে মোঃ শাহেন শাহ মন্ডল সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার আনিছুর রহমানের নিকট মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, পৌর যুবলীগের সহ সভাপতি ইয়াছির আরাফাত রাসেল, বিশিষ্ট ঠিকাদার সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম মন্ডল।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোস্তাফিজার রহমান, মোঃ ফরহাদ হোসেন, আইয়ুব আলী, ইলিয়াছ হোসেন, মোখলেছার রহমান প্রমুখ। বিকাল ৪টায় ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সহকারী রিটার্নিং অফিসার ও শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের নিকট মনোনয়ন ফরম জমা দেন শামছুন্নাহার। এসময় উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম, রোকেয়া বেগম, বাইদুল প্রমূখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন