বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় হাট-বাজারের সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপন নির্মাণ। এ নিয়ে বেশ কয়েক মাস হলো আলোচনা ও সমালোচনার ঝড় বইছে৷
মোকামতলা হাটের অনিয়মের সংবাদ সংগ্রহ করতে সেখানে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনাও ঘটে। বিষয়টি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উন্মে কুলসুম সম্পার নজরে এলে তিনি বুধবার বিকালে মোকামতলা হাটের সরেজমিনে গিয়ে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জায়গা দখল মুক্ত করার প্রক্রিয়া চালান৷
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মোকামতলা হাট বসে সপ্তাহে দুদিন। কিন্তু দোকানগুলো স্থায়ী হওয়ায় প্রতিদিনই হাটের মতোই সেখানে কেনাবেচা হয়। সব ধরনের দোকানপাট রয়েছে এই হাটে। সম্প্রতি হাটের দুটি শেড ভেঙে অবকাঠামো পরিবর্তন ও পাঁকা দোকান নির্মাণ করে ব্যবসায়ীদের এককালীন বরাদ্দ দেওয়া হয়েছে।
সরকারি জায়গায় ঘর নির্মাণ করে বরাদ্দ অনিয়মের অভিযোগ উঠেছে ইজারাদার আপেলের বিরুদ্ধে। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উন্মে কুলসুম সম্পা জানান, শিবগঞ্জ উপজেলায় সরকারি জায়গা দখল ও অবৈধ ভাবে স্থাপন নির্মাণ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ অবৈধ স্থাপন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।