বগুড়া জেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডা. মকবুল হোসেন। সোমবার জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এই প্রার্থী।
ডা. মকবুল হোসেন আনারস প্রতীকে নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ (মোটরসাইকেল প্রতীক নিয়ে)। এর আগেও ডা. মকবুল হোসেন চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক ছিলেন।
বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়। শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী ডা. মকবুল হোসেন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ইভিএমএ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান, ১২ জন সদস্য ও চারজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন।
বগুড়া জেলার ১২টি উপজেলা, ১২টি পৌরসভা ও ১০৯টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত বগুড়া জেলা পরিষদ। এ নির্বাচনে ১ হাজার ৬২৫ জন ভোটারের মধ্যে ২ জন মৃত্যুবরণ করায় ১ হাজার ৬২৩ জন ভোটার ছিলেন।