English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

বগুড়ায় গরীব ও দুঃস্থদের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান

- Advertisements -

বগুড়ায় গরীব ও অসহায় মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বগুড়ার ১৩নং ওয়ার্ড কার্যালয় সংলগ্ন নিজস্ব অর্থায়নে সবুজ স্বপ্ন সমাজ কল্যান সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হয়।
সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. খোরশেদ আলম।
সংস্থার সাংগঠনিক সম্পাদক সানজিদা আফরিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সুলতানগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক ফজলুল হক।
প্রধান বক্তা ছিলেন সংস্থার সভাপতি ইঞ্জি: খায়রুল আলম লাখিন। এসম তিনি তার বক্তব্যে বলেন, মরনঘাতি করোনা ভাইরাসে প্রতিনিয়ত বাংলাদেশ সহ সারা বিশ্বের নানা পেশার মানুষ আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণও করছেন। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সাবইকে সচেতন হতে হবে। আমরা আমাদের সংগঠনের মাধ্যমে করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে সচেতন থাকার পারামর্শ দিয়ে যাবো। সমাজের গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করে যাবো। মানব সেবা একটি মহৎ গুন এই কথাটিকে মনে-প্রানে লালনের মাধ্যমে দল-মতনির্বিশেষে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে সেবা করে যাবো।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাব্বি, তাসলিমা, ঋতু, ওয়াদুদ, তোফায়েল, ইমরান, ইমতিয়াজ নিবির, আহম্মেদ বায়েজিদ, সাঈদ শেখ,রবিন,মামুন সহ প্রমূখ। ক্যাম্পে এলাকার শতাধিক পরিবারের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করেন ডাঃ রাসেল আহম্মেদ ও ডাঃকাউছার আহম্মেদ। এসময় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার ও অক্সিজেন টেস্ট করা হয়। শেষে এসব পরিবারের মাঝে বিভিন্ন রোগের ফ্রি ঔষধ বিতরণ করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন