English

17 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
- Advertisement -

বগুড়ায় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত: ভোটার ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ

- Advertisements -

আইন শৃংখলা অবনতির আশঙ্কায় পত্র দিয়ে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের যশোপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচন স্থগিত করেছেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল। নির্বাচন স্থগিত করে দেয়ায় ভোটার ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা সদ্য নির্বাচনে জয়ী সভাপতি ও প্রার্থীদের পুর্নাঙ্গ কমিটি গঠনের দাবী জানিয়েছেন।

জানা গেছে, বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের যশোপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য গত ২৫/৫/২২ইং প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া হয় সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমানকে। এতে অভিভাবক. দাতা সদস্যসহ সকল প্রতিনিধিদের অংশগ্রহণ করে সুষ্ঠু ক্যাটাগরিতে নির্বাচন সম্পন্ন করেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন করেন, বিদুপাড়া গ্রামের মৃতঃ সামির উদ্দিন মন্ডলের পুত্র বিশিষ্ট সমাজ সেবক ও লাহিড়ীপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাফতুন আহম্মেদ। একই পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন, অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মহুরী। গত ২৫ মে অনুষ্ঠিত নির্বাচনে দাতা, সাধারন অভিভাবক, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, সাধারণ শিক্ষক প্রতিনিধি সহ জয়ী হয় ৯ জন।

এর মধ্য সভাপতি পদের প্রার্থী মাফতুন আহম্মেদের প্যালেন জয়ী হয়। তারা হলেন, দাতা সদস্য ১. মোঃ গোলজার রহমান, মহিলা অভিভাবক সদস্য ২. মোছাঃ বাবলী বেগম, অভিভাবক সদস্য ৩. মোঃ ফজলুর রহমান, অভিভাবক সদস্য ৪.মোঃ ওমর ফারুক, সাধারণ শিক্ষক প্রতিনিধি, ৫. মোহাম্মদ আশরাফুল ইসলাম।

এদিকে নির্বাচন সুষ্টু হলেও সভাপতির পদ নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে তা গড়ে যায়, বগুড়া সদর উপজেলা কার্যালয়। পরে গত মঙ্গলবার দুপুরে উভয় পক্ষকে ডেকে ইউএনও সমর কুমার পাল আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় সভাপতি পদে নির্বাচন স্থগিত করেন।

এবিষয়ে এলাকার সচেতন অভিভাবক মহল শিক্ষার মান ফিরিয়ে আনতে প্রকৃত নির্বাচিত প্যালেনের সভাপতির দায়িত্বভার অর্পণ করার জন্য বগুড়া জেলা প্রশাসক, জেলা ও উপজেলার শিক্ষা অফিসার সু-দৃষ্টি কামনা করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন