বগুড়ায় নতুন করে ৪২ জনের দেহে করোনায় ভাইরাস পাওয়া গেছে। এনিয়ে বগুড়ায় মোট ৫ হাজার ৯৩৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টা নতুন করে মারা গেছে ১ জন। এনিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ১৩৩ জনের।
বুধবার সকালে ১১ টায় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম জানান, ১৮ আগস্ট এর ফলাফলে জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ৪২ জন। আর নুতন সুস্থ হয়েছেন ৯২ জন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৯৭ জন। মোট মৃত্যু হয়েছে ১৩৪ জনের।
নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ১৫জন ও শিশু ৩ জন রয়েছে। জেলা সদরে ২৯জন, শাজাহানপুর ৯জন, কাহালু ৩জন, নন্দীগ্রামে ১ জন করে করোনায় আক্রান্ত পাওয়া গেছে।
বয়সভিত্তিক বিশ্লেষণে শিশু ৩জন, ১৮-৪০ বছরের মধ্যে ১৮জন, ৪১-৫০ বছরের মধ্যে ১১জন, ৫১-৭০ বছরের মধ্যে ৮জন এবং ৭০ বছরের উপরে দুইজন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৯৬ নমুনা পরীক্ষার ফলাফলে ৪০ জন পজিটিভ এবং টিএমএসএস এ ৬ নমুনা পরীক্ষার ফলাফলে ২ জন পজিটিভ হয়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন