English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

বগুড়ার গাবতলীতে জমিজমা নিয়ে দ্বন্দ্বে রাস্তায় বেড়া: পরিবারের ৮সদস্যের মানবেতর জীবন

- Advertisements -

গোলাম রব্বানী শিপন, বগুড়াঃ বগুড়ার গাবতলীতে জমিজমা নিয়ে দ্বন্দ্বে বাড়ীর পথে টিন ও বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফলে ৪দিন যাবত অবরুদ্ধ ভাবে একই পরিবারের ৮সদস্য মানবেতর জীবন যাপন করছেন। ঘটনাটি ঘটেছে রামেশ্বরপুরের সাঁতচুয়া স্কুলপাড়া গ্রামে।

জানা যায়, দীর্ঘদিন যাবত সাঁতচুয়া গ্রামের মৃত আফিজ উদ্দিনের পুত্র শাহজাহান আলীর সঙ্গে বড়ভাই আশরাফ আলীর মধ্যে ১৪শতক জমি নিয়ে কলহ বিবাদ চলে আসছিল। ইতিপূর্বে এঘটনায় উভয়পক্ষের মধ্যে মারপিটের ঘটনাও ঘটেছে। এমন কি গত ২৪শে নভেম্বর ২২ইং সে সময়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট আবেদন করার পরেও বিষয়টি মিমাংসা হয়নি।

বরং আরও ২য় দফায় আশরাফ আলী জোরপূর্বক ছোট ভাই শাহজাহান আলীর বাড়ীর পথে গত শনিবার টিন ও বাঁশের বেড়া দেয়। এতে করে অসহায় শাজাহান আলীর পরিবারের ৮সদস্য এখন চলাচল করতে না পেরে তারা স্থানীয় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে।

বাঁশের সাঁকো সহ বিকল্প পথে চলতে পোহাতে হচ্ছে তাদের নানা দূর্ভোগ এমনকি ভুক্তভোগী শাহজাহান আলী জানান, আমার ভাই আশরাফ ৪০৯২/১৮ নং দলিল মূলে ছোট বোন রাশেদা বেগমের প্রাপ্ত জমির অংশে ১৫১৩ দাগে সাড়ে ৪শতাংশ জমি বাড়ীর পশ্চিমপাশে উল্লেখ করে ক্রয় করেন। কিন্তু ১৫১৬ দাগে আড়াই শতাংশ জমি উক্ত দাগের মাঝখানে পূর্বপশ্চিমে লম্বালম্বি ভাগে ক্রয় করেন। ১৫১৬ দাগে ১৪শতাংশ হিসাবে সে ২শতাংশ জমির মালিক হবে। কিন্তু সে তার ক্রয় করা জমিতে না গিয়ে বাড়ীর সামনে জোরপূর্বক দখল করে চলাচলের রাস্তা টিন ও বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

ফলে তাদের পরিবারের স্কুল ও কলেজ শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। এমনকি তাদের পরিবারের জরুরী ঔষধপত্র ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সংগ্রহ করতে জলাশয়ের উপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে।

নিরুপায় হয়ে অসহায় শাহজাহান আলী স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ সহ সু-দৃষ্টি কামনা করেছেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল জানান, এঘটনায় ইতিপূর্বেও আমি একাধিক বার সমাধানের জন্য চেষ্টা করেছি। উভয় পক্ষেই সমাধানে না আশায় বিষয়টি মিমাংশা করা সম্ভব হয়নি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন