বগুড়ায় শিক্ষার্থীরা পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী সদস্যদের উপস্থিতিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এই কর্মসূচি বুধবার (১২টা থেকে ১টা) ঘন্টাব্যাপী শহরের জেলখানা মোড়ে শিক্ষার্থীরা পালন করেন।
এর আগে বেলা ১১টার পর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে আদালত পাড়ার দিকে জড়ো হতে থাকে। শহরের জলেশ্বরীতলার ওই এলাকায় শত শত শিক্ষার্থী প্রায় আধা ঘন্টার মতো অবস্থান নেন। পরে পুলিশি বাঁধার মুখে তারা পিছু হটে। পরে আবারও আদালতের দিকে অগ্রসর হতে থাকে। পরে বিজিবি ও সেনাবাহিনী সেখানে গেলে তারা জেলখানা মোড়ে চলে যায়। এসময় সমাবেশের পাশেই পুলিশ, বিজিবি, সেনাবাহিনী অবস্থান নেয়।
কর্মসূচিতে অংশ নিতে আসা শিক্ষার্থীদের হাতে ‘শিশুর বুকে বুলেট কেন? জবাব চাই, বিচার চাই! একটি ফুলকেও আর হারাতে চাই না’,‘কোটা দিয়ে করবো কি, শহীদ ভাইরা ফিরবে কি?, Bloodz July, ‘আমার ভাই নিখোঁজ কেন?’-লেখা সংবলিত প্ল্যাকার্ডসহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিলো। এছাড়া বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীরা‘ উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়কসহ বিভিন্ন স্লোগান দেয়।
এসময় বিক্ষোভকারীরা সমাবেশ থেকে সারাদেশে যে সকল শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তির দাবী জানান। বিক্ষোভ সমাবেশ থেকে ডিবি কার্যালয়ে আটক ৬ সমন্বয়কসহ গ্রেফতারকৃত সকল ছাত্রদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবী তুলে ধরেন। এসব দাবী পুরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন।