English

26 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি: ছোট আমের গুটির ব্যাপক ক্ষতি

- Advertisements -

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। চলে প্রায় ১০ মিনিট ধরে।

জেলা শহর, শ্যামপুর, মনাকষা, দলর্ভপুর, কানসাট, চৌডালা, বিনোদপুরসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। তবে সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলা ছাড়া অন্য কোথাও শিলাবৃষ্টির খবর পাওয়া যায়নি।

শ্যামপুর ইউনিয়নের আমচাষি রবিউল ইসলাম বলেন, ‘সন্ধ্যার দিকে হঠাৎ ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১০ মিনিট ধরে চলে। এতে ছোট আমের গুটির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে রাত হয়ে যাওয়ায় আমবাগানে যেতে পারিনি। কাল সকালে বাগানে গেলে ক্ষতির পরিমাণ বলা যাবে।’

শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিডেটের সাধারণ সম্পাদক ইসমাঈল খান শামীম বলেন, শিলাবৃষ্টির আকার খুব বড় নয়। কিন্তু আমের গুটিগুলো এখনো বড় হয়নি। তাই বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, শিলাবৃষ্টিতে ধান ও আমের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। সকালে মাঠে গিয়ে তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘আমি জেলার বাইরে আছি। খোঁজ নিয়ে আপনাকে পরে জানাচ্ছি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন