গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সহ আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৮৮ জনের। এছাড়া সুস্থ্য হয়েছেন ২১৫ জন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ঢাকা ও রাজশাহী’র পিসিআর ল্যাব থেকে চাঁপাইনবাবগঞ্জের আসা ১৮৮ জনের প্রতিবেদনের মধ্যে ৩৯ জনের দেহে করোনা পজিটিভ এবং ১৪৯ জনের নেগেটিভ প্রতিবেদন আসে। এর মধ্যে আক্রান্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার। তিনি তার সরকারি বাসভবনে থেকেই হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন এবং ভালো আছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
এদিকে, অন্যান্য আক্রান্তদের উপসর্গ না থাকায় আজ রবিবার সকাল থেকে তাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনের আইসোলেশনে চিকিৎসা দেয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, এ পর্যন্ত করোনায় জেলায় ৭ জনের মৃত্যু হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন