জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষাণীদের মাঝে বিনা মূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিটিং রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, খরিপ-২/২০২০-২১ অর্থ মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়ান এবং একটি পৌরসভা তে ইউনিয়নের ৮০ জন কৃষক-কৃষাণীদের মাঝে জনপ্রতি ৫ কেজি করে মাসকালাই বীজ এবং ১৫ কেজি সার বিতরণ করা হয়।
কৃষকদের আর্থিক ভাবে সাবলিল, খাদ্য ঘার্তি পুরোন এবং অকৃষি জমিগুলো ফেলিয়ে না রেখে চাষাবাদের জন্য যোগ্য করে তোলার জন্য কৃষকের কৃষিকাজে উৎসাহিত করার জন্য কৃষি অফিস এসব প্রণোদনা প্রদান করেন কৃষকদের মাঝে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, কৃষি অফিসার্স মোঃ শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার্স মাঃ আব্দুল্লাহ আল-আমিন, বীরমুক্তিযোদ্ধা বজলুর রশিদ মন্টু, প্রেসক্লাব আক্কেলপুরের সভাপতি সফিউল আলম প্রমুখ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন