বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে পুরুষ ৪১ জন, নারী ২২ ও শিশু তিনজন।
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ১৮৮ জনের মধ্যে ফলাফলে ৪৪ জন পজিটিভ। অপরদিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে ৪১ জনের ফলাফলে ২২ জন পজিটিভ। মোট ২২৯ পরীক্ষায় বগুড়া জেলায় নতুন ৬৬ জন করোনা পজিটিভ হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৫৩০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯৮৬ জন, মৃত্যুবরণ করেছেন ১১৯ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ১১৯৭ জন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন