English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

রাত পোহালেই শিবগঞ্জ উপজেলা আ’লীগের সম্মেলন, কারা আসছে নেতৃত্বে

- Advertisements -

রাত পোহালেই শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসব উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সম্মেলনকে সামনে রেখে মোস্তা-মানিক পরিষদ সমর্থনে ও আজিজুল-মান্নান শেখ পরিষদ এর সমর্থনে সম্মেলনকে স্বাগত জানিয়ে পৃথক পৃথক ভাবে মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানা যায়, এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালে যুক্ত হবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আব্দুল আওয়াল শামীম। সম্মেলনে উদ্বোধন করবেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মজনু, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সম্মেলনে সভাপতিত্বে করবেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সম্মেলন সঞ্চলনা করবেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা।

এছাড়ও সম্মেলনে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বার বার সম্মেলন পিছলেও ৪র্র্থ ধাপে এসে শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ মাঠে সকাল ১১টায় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে ৪৮৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি আজিজুল হক এর বিপরীতে প্রার্থী হয়েছেন বর্তমান কমিটি সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ মীর্জারুল আলম শাহাজাদা চৌধুরী ও আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন। সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামীলীগের সদস্য পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক এর বিপরীতে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, ইঞ্জিঃ আব্দুল মান্নান শেখ, বগুড়া জেলা পরিষদের সদস্য আব্দুল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার। কে হবে আগামী দিনের উপজেলা আওয়ামীলীগের কান্ডারি তা নিয়ে দলীয় নেতাকর্মীসহ হাটবাজার, চা ষ্টলএ চলছে ব্যাপক আলাপ আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ চলছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন