বগুড়ায় বৃষ্টি উপেক্ষা করে নয় দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) বেলা ৩টা থেকে শহরের প্রাণকেন্দ্র বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেছে শিক্ষার্থীরা।
এ সময় বিভিন্ন সড়ক দিয়ে হাতে জাতীয় পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার নিয়ে সাতমাথায় তারা জড়ো হতে থাকেন। মাথায় লাল কাপড় বেঁধে তারা স্লোগানে স্নোগানে মুখরিত করেন সাতমাথা এলাকা। এরপর সবাই একত্রিত হয়ে শহরে তারা মিছিল এবং সমাবেশ করবেন।
এদিকে আন্দোলনকে ঘিরে বগুড়ায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সকাল থেকেই জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।