বগুড়ার একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের নাগরকান্দি এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।
ট্রাক চালকের সহকারী মোহাম্মদ আলী বলেন, তারা লালমনিরহাটের হাতিবান্ধা থেকে ভাঙাড়ি মালামাল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। নাগরকান্দি নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা এসে তাদের ট্রাক থামায়। এরপর তাদেরকে ট্রাক থেকে নামিয়ে মারধর করেন দুর্বৃত্তরা। তারা পেট্রোল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার মোমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত ৯টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে।