English

24 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

বগুড়ায় উপনির্বাচনে ২২ জনের মনোনয়ন মনোনয়নপত্র জমা

- Advertisements -

গোলাম রব্বানী শিপন, বগুড়াঃ বগুড়ায় উপনির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হিরো আলম’সহ ২২ জনের মনোনয়ন পত্র জমা। আজ ৫ জানুয়ারী বৃহস্পতিবার জমা দেয়ার শেষ দিনে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে শুধু হিরো আলমই ২টি আসন বগুড়া-৬ ও বগুড়া-৪ এ মনোনয়নপত্র জমা প্রদান করেন।

একই দিনে বগুড়া-৬ (সদর) আসনের নৌকার মনোনীত প্রার্থী প্রশাসনের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

এই আসনে অন্যান্য মনোনয়নপত্র জমা প্রদানকারীরা হলেন, জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমর, ব্যবসায়ী আব্দুল মান্নান আকন্দ, জাসদের ইমদাদুল হক ইমদাদ, বীরমুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল, গণফ্রন্টের আফজাল হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সরকার বাদল, মোটর শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ মিঠু, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, রাকিব হাসান, বাংলাদেশ খেলাফতে আন্দোলনের প্রার্থী মো. নজরুল ইসলাম, জাকের পার্টির প্রার্থী মো. ফয়সাল বিন শফিক।

একই ভাবে বগুড়া-৪ আসনের ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী বগুড়া জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন জমা দেন।

বগুড়া -৪ আসনে অন্যান্য মনোনয়ন জমা প্রদানকারীরা হলেন, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, জাকের পার্টির আব্দুর রশিদ সর্দার, বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দীন মন্ডল, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, স্বতন্ত্র প্রার্থীরা হলেন গোলাম মোস্তফা, আলহাজ্ব ইলিয়াস আলী, কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, মোঃ আব্দুর রশিদ।

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বগুড়া (সদর) ৬ আসনে মনোনয়নপত্র তুলেছিলেন মোট ১৩ জন। আর বগুড়া-৪ আসনে সংগ্রহ করেছিল ৯ জন। আজ বৃহস্পতিবার সবাই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেয়ার সময় প্রত্যেক প্রার্থীর কর্মী সমর্থকরা উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন জমা দেন।

এ বিষয়ে বগুড়া জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, বগুড়া ২টি শূণ্য আসনে নির্বাচন করতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তফসিল ঘোষণা অনুযায়ী ২টি শূন্য আসনে যাচাই-বাছাই হবে ৮ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন হবে ১৫ জানুয়ারি। আর নির্বাচন হবে ১ফেব্রুয়ারি। নির্বাচনী প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন