English

16 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

পাবনায় নিজ দেবরকে বিয়ের দাবিতে আমরণ অনশনে ভাবি!

- Advertisements -

পাবনার সাঁথিয়ায় দেবরকে বিয়ের দাবিতে আমরণ অনশন করছেন ভাবি। উপজেলার করমজা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ভাবির (৩৫) দাবি, দেবরের সঙ্গে তাঁর ১৫ বছরের সম্পর্ক। বিয়ের পর থেকেই পরকীয়া সম্পর্কে জড়ান তিনি।এতদিন বিয়ের আশ্বাস দিয়ে এসেছে দেবর। কিন্তু এখন সে অন্য জায়গায় বিয়ে করতে চাইলে তিনি তাঁর ঘরে এসে অনশন করছেন।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে ওই গৃহবধূ অনশন করছেন। ভাবির দাবি, তাঁকে বিয়ে না করলে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন। একইসঙ্গে তিনি আইনের আশ্রয়প্রার্থী। ভাবি আরো জানান, তাঁকে বিয়ে করবে বলে মসজিদে গিয়ে কোরআন মাথায় নিয়ে শপথও করেছেন দেবর।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ওই ভাবি দুই সন্তানের জননী। তিনি স্বামীর আপন ছোট ভাইকে প্রেমিক দাবি করে এই আমরণ অনশন শুরু করেন।

এ ব্যাপারে মুঠোফোনে প্রেমিক দেবরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভাবির সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। তিনি আমার বিয়ের কথা শুনে ষড়যন্ত্র করে বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এর আগেও আমার দুই-তিনটা বিয়ে ভেঙে দিয়েছেন ভাবি। ‘

এ বিষয়ে করমজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হোসেন আলী বাগচীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উক্ত ঘটনার নিশ্চিত করেছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ‘

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন