জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে তাছির আলী (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত তাছির উপজেলার কুসুম্বা গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাত এগারটার দিকে তাছির উদ্দিন তার নিজ পুকুরে বৈদ্যুতিক লাইন ঠিক করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনের সুইচ বন্ধ না করে বৈদ্যুতিক লাইনে হাত দেওয়ার কারণে ইলেকট্রিক শকে ঘটনাস্থলেই মারা যায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব জানান, পুকুরে নামার সময় কেউ তাকে দেখেনি। রাতে বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি করে নিহতের ভাতিজা দেখতে পায় যে সমস্ত শরীর পানিতে ডুবে আছে আর হাত পানির উপরে কারেন্ট এর তারের সাথে লাগানো ছিল।