ডিবেট কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরো অগ্রসর এবং যুক্তিবাদি সমাজ গড়ার লক্ষ্যে প্রেসক্লাবে গতকাল দুপুরে জার্নালিস্ট গিল্ড ফর ডিবেট নামে একটি সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।
সিনিয়র সাংবাদিক এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাবেক যুগ্ম বার্তা সম্পাদক আব্দুল বারীকে আহবায়ক ও পি আর বিশ্বাসকে সদস্যসচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত সভায় জাতীয় প্রেসক্লাবের একুশজন সদস্য উপস্থিত ছিলেন। তাদের সমন্বয়ে গঠিত ২১ সদস্য বিশিষ্ট সাধারণ কমিটির মধ্য থেকে আরো সাতজনকে আহবায়ক কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
এই সংগঠন জাতীয় কিংবা আন্তর্জাতিক ইস্যুর উপর প্রতিমাসে অন্তত একটি করে বিতর্ক অনুষ্ঠান করবে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন