চিরনিদ্রায় শায়িত হলেন প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এমপি নাহিম রাজ্জাকের শ্বশুর ক্যাপ্টেন ইমাম আনোয়ার। আজ রবিবার (১০ জানুয়ারি) বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে বিকাল ৪টায় তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তার জামাতা নাহিম রাজ্জাক, পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় মানুষজন।
এর আগে মরহুমের ১ম জানাযা আজ রবিবার সকাল ৯টা ৩০মিনিটে তার জন্মস্থান নরসিংদীর বটিমনে অনুষ্ঠিত হয়। তারপর তার দ্বিতীয় জানাজা আজ বাদ আছর বনানী চেয়ারম্যান বাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
গত ৭ জানুয়ারি সকাল ১০টা ৪০মিনিটে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই গুণী ব্যাক্তি। কর্ম জীবনে তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ এবং পরোপকারী। নাহিম রাজ্জাকের সাথে তার সম্পর্ক ছিলো ঠিক বাবা ছেলের মত। শ্বশুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নাহিম রাজ্জাক। শ্বশুরের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।