English

28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
- Advertisement -

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের গাজীপুর জেলা কমিটি অনুমোদন

- Advertisements -

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের গাজীপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি রবিবার (১৩ জুন) সন্ধ্যায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল সংগঠনের বিধি মোতাবেক অনুমোদন করেছেন। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুমোদনপত্র আনুষ্ঠানিকভাবে জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের হাতে তিনি হস্তান্তর করেন।

এ সময় কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা দেশের সর্বস্তরে বাস্তবায়ন করতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ প্রায় ৩০ বছর যাবত প্রশংসার সাথে নিরলসভাবে কাজ করে আসছে। তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার আহ্বান জানান।

গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত জিপি আলহাজ্ব এড. দেওয়ান আবুল কাশেম-কে সভাপতি ও মোস্তাফিজুর রহমান রিপনকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছর মেয়াদের জন্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গাজীপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আব্দুল কাদির, অধ্যাপক মোঃ হাফিজ উদ্দিন খন্দকার, আলহাজ্ব মোঃ ইব্রাহিম খলিল ও তারিকুজ্জামান হিমু, সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, হারুন-অর-রশিদ ও নুরুল আমিন সিকদার, সাংগঠনিক সম্পাদক শারফুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ রাকিব হাসান, আইন বিষয়ক সম্পাদক এড. কফিল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ বেলায়েত শেখ প্রচার সম্পাদক মোঃ আব্দুল গাফ্ফার ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আসাদুল্লাহ, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মকবুল হোসেন, ক্রিড়া সম্পাদক মোঃ হাবীবুর রহমান, নাট্য সম্পাদক শাহাজ উদ্দিন (শাহা), পাঠাগার সম্পাদক আঃ রহিম বাদশা, মহিলা বিষয়ক সম্পাদক আমিনা খাতুন মুনমুন, সমাজকল্যাণ সম্পাদক মকবুল হোসেন খোকা, নির্বাহী সদস্য আলহাজ্ব এড. আতাউর রহমান আকাশ, এড. সুনিল কুমার, মোঃ নাজমুল ইসলাম, মঞ্জুরুল হক, লাবিবুর রহমান, তৈয়বুর রহমান ও মুহাম্মদ শফিকুল কবির।
উল্লেখ্য যে, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ও সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক আগামী ২ বছর গাজীপুর জেলা এলাকায় উক্ত কমিটি কার্যক্রম পরিচালনা করবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন