English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

সরকারি মাদ্রাসা-ই আলিয়া, ঢাকাতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

- Advertisements -

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার শিক্ষক মিলনায়তনে আজ ১৫ আগষ্ট সকালে শিক্ষকম-লীর উপস্থিতিতে কুরআনখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা-এর অধ্যক্ষ প্রফেসর মোঃ আলমগীর রহমান। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আরবি বিভাগের প্রভাষক, জনাব মোঃ রেজাউল করিম খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা-এর উপাধ্যক্ষ জনাব মুহাম্মাদ আব্দুর রশীদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন মাদ্রাসার হেড মাওলানা প্রফেসর এ.কে.এম আবদুল মান্নান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মাদ জাহাঙ্গীর আলম খান। বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সংগ্রামী জীবন ও স্বাধীনতা অর্জনে তাঁর যোগ্য নেতৃত্বের প্রশংসা করে বক্তব্য দেন। তাঁরা ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকা-ের নিন্দা জানিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। প্রফেসর মোঃ আলমগীর রহমান বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বঙ্গবন্ধু মানবতার মুক্তির জন্য কাজ করেছেন। এজন্য শাসক ও শোষক গোষ্ঠী কর্র্তৃক দীর্ঘ ২৭টি বছর তাঁকে জেলে অতিবাহিত করতে হয়। তিনি বলেন, জাতির পিতার আত্মত্যাগের মাধ্যমে একটি পতাকা, একটি মানচিত্র, একটি ভূখ- আমরা পেয়েছি। পরিশেষে বঙ্গবন্ধু, তাঁর পরিবারবর্গ ও ১৫ আগস্ট শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ তালার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন