আগামীকাল রোববার সকাল ৯ টায় চাঁদপুরজমিন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে বাগাদি – নানুপুর চৌরাস্তা মোড় অবস্থিত চাঁদপুরজমিন টাওয়ারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ ,এস , এম, মোসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ইয়াসির আরাফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর জমিন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর চেয়ারম্যান এবং আর এম ইলেক্ট্রনিক্স এর প্রোপাইটার মোঃ রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসানুল্লাহ, চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, চাঁদপুরের সাবেক সিভিল সার্জন ডাক্তার এমজি ফারুক ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করবেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার কোঅর্ডিনেটর মোঃ দেলোয়ার হোসেন।