English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের নামে ব্যবসা করা উচিত নয়: জি এম কাদের

- Advertisements -

ফিরোজ আলম মিলন: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের আরো বলেছেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে দেশে আরও মানসম্মত হাসপাতাল স্থাপন করা উচিত।

বিরোধী দলীয় উপনেতা আরো বলেন,দেশের মানুষ যেন চিকিৎসা নিতে দেশের বাইরে না যায় সেই লক্ষ্যে আরো দক্ষ জনবল ও প্রযুক্তি দেশে নিশ্চিত করা উচিত। গরীব মানুষ অর্থের জন্য যেন চিকিৎসা বঞ্চিত না হয় সেদিকে সবাইকে আন্তরিক হওয়ার জন্য আহবান জানান তিনি।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কলেজগেটে মুক্তিযোদ্ধা টাওয়ারে টিজি হাসপাতালের শুভ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় বিরোধী দলীয় উপনেতা একথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে টিজি হাসপাতালের চেয়ারম্যান মোঃ সাহিদুর রহমান টেপা ও ব্যবস্থাপনা পরিচালক লায়ন তাসলিমা গিয়াস শুভেচ্ছা বক্তৃতা করেন।

এ সময় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোস্তাফা লুৎফুল্লা, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, সফিকুল ইসলাম সেন্টু, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা শেরীফা কাদের এমপি, নাজনীন সুলতানা, এডভোকেট জহিরুল ইসলাম, এডভোকেট মমতাজ উদ্দিন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, সম্পাদকমন্ডলীর সদস্য লিয়াকত হোসেন চাকলাদার, সুলতান মাহমুদ, সুমন আশরাফ, এডভোকেট ফিরোজ, এসএম আল জুবায়ের, এডভোকেট আবু তৈয়ব উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন