English

18 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

সরকারদলীয় সন্ত্রাসীরা বাসায় ককটেল মেরেছে: আফরোজা আব্বাস

- Advertisements -

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, ‘সরকারদলীয় সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমার বাসায় ককটেল মেরেছে।’

আজ মঙ্গলবার সকাল ১১টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আফরোজা আব্বাস আরও বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা প্রেস-লেখা জ্যাকেট পরে ককটেল মেরেছে। এ সময় পুলিশ তাদের নিরাপদে ঘটনাস্থল ত্যাগে সহায়তা করে।’

তিনি বলেন, ‘কালো পোশাক ও হেলমেট পরিহিত দুজন মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করার পরও পুলিশ কোন সহায়তা করেনি। এতেই বুঝা যায় এই সরকার থাকলে আমরা ন্যায় বিচার পাব না।’

তিনি আরও বলেন, ‘মির্জা আব্বাস জেলে এমন পরিস্থিতিতে বাসায় ককটেল হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এর আগে মঙ্গলবার সকাল ৮টার দিকে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী এসে পর পর দু’টি ককটেল নিক্ষেপ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন