দেশের মানুষের দৃষ্টি ভিন্নখাতে নিতে সরকার নতুন নতুন নাটক করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ডা. মুরাদ হাসান তার অন্যতম সর্বশেষ দৃষ্টান্ত বলে মন্তব্য করেন রিজভী। মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, “শুধু প্রতিমন্ত্রীর পদ থেকে সরানো নয়, মুরাদ হাসানকে গ্রেপ্তার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে অশ্লীল মন্তব্য ও এক চিত্র নায়িকার সঙ্গে অশালীন ফোনালাপের পর ড. মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী। সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান এ কথা জানান।
ডা. মুরাদের বিষয়ে রিজভী বলেন, “উনি (প্রধানমন্ত্রী) নির্দেশে দিয়েছেন, আমরা দেখি সে পদত্যাগ করছেন কি না। এখন এর বেশি কিছু বলতে চাই না।”