বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বাংলাদেশে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে আর কখনো সন্ত্রাসী রাজনীতি চলতে দেওয়া হবে না। ছাত্রদল একটি আদর্শিক ও গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি বলেন, আমরা দায়িত্ব নিচ্ছি, দেশের শিক্ষাঙ্গনে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। ছাত্রদের মধ্যে ভীতি নয়, গণতান্ত্রিক চেতনা গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হলে নারী নেতৃত্বকে সামনে আনতে হবে এবং তাদের অধিকার নিশ্চিত করতে হবে। বুধবার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে কলেজ ও মাদ্রাসার ইউনিটের সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সম্মেলনে উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, যুগ্ম সম্পাদক আল মামুন, এস এম রাকিবুল ইসলাম আকাশসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সম্মেলনে ছাত্রদল নেতারা গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।