English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

শাহরিয়ার কবিরের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট

- Advertisements -

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিশিষ্ট লেখক, সাংবাদিক শাহরিয়ার কবিরের ছবি ও জীবনী সহকারে বিশেষ মহল থেকে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শাহরিয়ার কবির অবিলম্বে ইয়াসিন রাজ হেলালের গ্রেপ্তার এবং বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে জানিয়ে অ্যাকাউন্টটি বন্ধ করার উদ্যোগ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার বনানী থানায় এক অভিযোগে শাহরিয়ার কবির বলেন, ‘গত এক মাস যাবৎ অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি- কে বা কারা আমার নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। জনৈক ইয়াসিন রাজ হেলাল (https://www.facebook.com/yeasinraj.helal) আমার ছবি ও জীবনীসহ এই অ্যাকাউন্টটি খুলেছে, যার উদ্দেশ্য শুধু আমার বিরুদ্ধে কুৎসা প্রচার নয়, একই সঙ্গে এটি ব্যবহার করে সরকার ও রাষ্ট্রবিরোধী গভীর কোনো ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করতে পারে বলে আমি মনে করি। প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য আমি কখনও ফেসবুকে ছিলাম না এবং কখনও ফেসবুকে আমি কোনো অ্যাকাউন্ট খুলিনি।

তিনি আরো বলেন, ‘ইয়াসিন রাজ হেলাল কার নির্দেশে, কী উদ্দেশে আমার নামে এই ভুয়া অ্যাকাউন্ট খুলেছে এবং কারা এ ধরনের রাষ্ট্রবিরোধী চক্রান্তে নিয়োজিত আছে তাকে গ্রেফতার করলেই বিষয়টি জানা যাবে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারবিরোধী এবং বিএনপি-জামায়াতে ইসলামী সমর্থক ‘আল জাজিরা’র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া প্রামাণ্যচিত্রের প্রতিবাদ করার পর আমার নামে এই ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের কার্যক্রম দেশে-বিদেশে আমার বিপুল সংখ্যক বন্ধু ও শুভানুধ্যায়ীর নজরে এসেছে।’

তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনতাবিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি ক্রমাগত আমাদের প্রতি কদর্য ভাষায় মিথ্যা প্রচারণা চালাচ্ছে। ওয়াজের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সব রাষ্ট্রবিরোধী, মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও সংবিধানবিরোধী এবং জঙ্গী মৌলবাদী সন্ত্রাসী ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তব্য রয়েছে সেগুলো আমরা অবিলম্বে বন্ধ করারও দাবি জানাচ্ছি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন