English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

রুহুল আমিন হাওলাদারকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ

- Advertisements -

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে আদেশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দুর্নীতির মামলায় সোমবার মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

১৯৯১ সালে আনা দুর্নীতির এক মামলায় গত বছরের ২১ জানুয়ারি ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালত রুহুল আমিন হাওলাদারকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করে।

শুনানি নিয়ে হাইকোর্ট ওই আদেশ কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। একইসঙ্গে আদেশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে রুহুল আমিন হাওলাদারকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক। তিনি এ কথা জানান।

বস্ত্রমন্ত্রী থাকার সময়ে ক্ষমতার অপব্যবহার করে টেন্ডার ছাড়া একটি প্রতিষ্ঠানকে ৩১ লাখ ৫৪ হাজার ৭৪০ টাকার কাজ দিয়ে অবৈধ পন্থায় আর্থিক লাভবান হওয়ার অভিযোগে ১৯৯১ সালের ১৯ নভেম্বর তৎকালীন দুর্নীতি ব্যুরোর উপ-পরিচালক মো. দেলোয়ার হোসেন রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন