English

17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

রওশন এরশাদ দেশে ফিরবেন ২৭ জুন

- Advertisements -

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দীর্ঘ প্রায় আট মাস চিকিৎসা শেষে আগামী ২৭ জুন দেশে ফিরছেন। আজ বুধবার মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে ২৭ জুন বাংলাদেশে ফিরে আসবেন। বিরোধীদলীয় নেতা স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ বিমানযোগে থাইল্যান্ডের ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে বেলা ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

তাঁর সঙ্গে অবস্থানকারী পুত্র রাহগীর আল মাহি (সাদ) এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন।

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে আগামী ৪ জুলাই রুটিন চেক-আপের জন্য ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রওশন এরশাদ নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। দেশে অবস্থার উন্নতি না হলে গত ৫ নভেম্বর চিকিৎসার জন্য ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন