English

20 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
- Advertisement -

ভিন্নমত থাকতে পরে, তবে আমাদের উদ্দেশ্য এক ও অভিন্ন: তারেক রহমান

- Advertisements -

ভিন্নমত থাকতে পারে, তবে আমাদের উদ্দেশ্য এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, পুঁথিগত বিধির ওপরে গণতন্ত্রের বিকাশ নির্ভর করে না। গণতন্ত্র বিকশিত এবং শক্তিশালী হয় প্রতিদিনের কার্যক্রমে, আচরণে এবং চর্চায়।

তিনি বলেন, আমাদের মধ্যে অবশ্যই ভিন্নমত ও ভিন্নপথ থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। তবে আমাদের উদ্দেশ্য এক ও অভিন্ন। আমাদের সবার উদ্দেশ্য একটি উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে মাফিয়াপ্রধান দেশ থেকে পালানোর পর মাফিয়ামুক্ত বাংলাদেশের সামনে গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার এক অপার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের ষড়যন্ত্র কিংবা বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে অযাচিত ‍ভুল বোঝাবুঝি যাতে গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ এবং সম্ভাবনা হুমকির সম্মুখীন না হয়, এব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন