English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

ব্যর্থ বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়: কাদের

- Advertisements -
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নির্বাচনে আসতে ভয় পায়। নির্বাচন যাতে না হয় তারা এখন সে ষড়যন্ত্র করছে। কিন্তু চোরাগোপ্তা হামলার জন্যও কর্মী পাচ্ছে না।
Advertisements

আজ রবিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, ‘তারা (বিএনপি) এখন অবরোধ ডাকছে, হরতাল ডাকছে। লন্ডনে বসে দেশের ক্ষতি করার জন্য নির্দেশ দিচ্ছে। ভাড়া করা টোকাই দিয়ে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।’ 

ব্রিফিংয়ে বিএনপির কিছু নেতার নির্বাচন করা প্রসঙ্গে কাদের বলেন, অনেকেই বিএনপির নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে নিজেদের রাজনৈতিক জীবনকে আর ক্ষতিগ্রস্ত করতে চায় না।

স্বাভাবিক রাজনীতির ধারায় তারা ফিরে আসতে চায়। শুধু শাহজাহান ওমরই নয়, যারা এসেছে তাদের মধ্যে অনেক বড় বড় নেতা আছে। বিএনপির রাজনীতিকে তারা প্রত্যাখ্যান করে রাজনীতির সুস্থ ধারায় ফিরে আসতে শুরু করেছে। সামনের দিনগুলোতে আরো অনেক নেতাকর্মী সুস্থ ধারায় ফিরে আসবে।
ব্রিফিংয়ে তারেক রহমানের উদ্দেশে কাদের বলেন, ‘আমি তারেক রহমানকে বলব এটা রাজনীতি নয়। রাজনীতি যদি করতে চান সৎ সাহস থাকলে আসুন রাজপথে মোকাবিলা করি।’

সর্বমোট ২৮টি নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি না এলে নির্বাচন অশুদ্ধ হয়ে যাবে, একতরফা হয়ে যাবে, এটা কেন? এই ২৮টি দল কি বিভিন্ন তরফের না? তারা কি সবাই আওয়ামী লীগ করে? স্বতন্ত্র প্রার্থীর সবাই কি আওয়ামী লীগ করে? এদের মধ্যে বিএনপির যে ভুয়া আন্দলন, সেই আন্দোলন দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন।’

ওবায়দুল কাদের আরো বলেন, আজকে সরকারি কর্মচারি কর্মকর্তাদের ‘ট্রান্সফার’ এগুলো কিন্তু আওয়ামী লীগ করছে না, প্রধানমন্ত্রীও করছেন না। এগুলোর সবই নির্বাচন কমিশন করছে।

আওয়ামী লীগের এখানে কোনো অভিযোগ বা আপত্তির কিছু নেই।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন