নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গিয়েও বিদেশে জায়গা হচ্ছে না। কারণ সবাই জানে তিনি একজন খুনি, লুটেরা ও ফ্যাসিস্ট।’ হাসিনার পালানো ছাড়া পথ ছিল না উল্লেখ করে মান্না বলেন, ‘তিনি যদি না পালাতেন তাহলে হাড্ডি-মাংস পাওয়া যেত না।’
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সম্মেলনকক্ষে নাগরিক ঐক্যের খুলনা জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মান্না এ কথা বলেন।
যদিও পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় কিলোমিটার আর ভূপেন হাজারিকা সেতুর দৈর্ঘ্য ৯.১৫ কিলোমিটার। এ থেকেই বোঝা যায় শেখ হাসিনার সরকার কী পরিমাণ দুর্নীতি করেছে।’ নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ড. মো. জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। বিশেষ অতিথি ছিলেন নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক এস এম মহিদুজ্জামান মহিদ। এতে বক্তব্য দেন নাগরিক ঐক্যের খুলনা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মজিদ হাওলাদার, খুলনা মহানগর শাখার সদস্যসচিব কাজী মোতাহার রহমান বাবু প্রমুখ।