সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিএনপি সংবিধানও মানে না, নির্বাচনও মানে না। আওয়ামী লীগের পরিষ্কার কথা, বাংলাদেশে নির্বাচন হবে এবং সংবিধান অনুযায়ী হবে।
তিনি বলেন, বিএনপির কোনো লজ্জা নেই। তারা পদ্মা সেতু নির্মাণের সময় বলেছিলেন, এই সেতু দিয়ে তারা চলাচল করবেন না। অথচ এখন দেখি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ্মা সেতু পার হয়ে বিএনপির সমাবেশে অংশ নিয়েছেন।
বিএনপির সমালোচনা করে নুরুল ইসলাম নাহিদ বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন দেশে হামলা, দাঙ্গা, খুন, ছিনতাই, ধর্ষণ বেড়ে গিয়েছিল। তারা দেশের টাকা বিদেশে পাচার করে সেই দেশে প্রসাদ তৈরি করেছেন। দুর্নীতির মামলায় তারেক রহমান দেশের বাইরে পালিয়ে গেছেন। আমরা মনে করি দেশকে ভালো রাখতে হলে, দেশে শান্তিতে থাকতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুল সামাদ আজাদ ডন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।