English

22 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

বিএনপি মুখে রক্ষাণাত্বক, অন্তরে আক্রমণাত্মক: কাদের

- Advertisements -

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই,  বিএনপির মুখে রক্ষাণাত্বক হলেও অন্তরে রয়েছে আক্রমণাত্মক শোডাউন। আজ শুক্রবার রাজধানীর কেবিআই অডিটোরিয়ামে বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

১০ ডিসেম্বরকে সামনে রেখে বিএনপি এখন ডিফেন্সিভ কেন?এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘মনে হচ্ছে যেন তারা ক্ষমতায় এসে গেছে, হাওয়া ভবন ফিরে পেলো, ঢাকার রাজপথে বিজয় মিছিল করবে- সরকারের পতন ঘটাবে, এমন অনেক কথা এর আগেও তোতাপাখির মতো বুলি আউলিয়ে গেছে। ’

প্রতিহিংসার রাজনীতির হোতা হচ্ছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জিয়াউর রহমানই প্রতিহিংসার রাজনীতি সূচনা করেছে।

সারাদেশে শেখ হাসিনার উন্নয়ন-অর্জনে বিএনপির অন্তরজ্বালা বাড়ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘তারা দিনের বেলায় রাতের অন্ধকার দেখে, তাই তারা সরকারের কোনো উন্নয়ন দেখতে পায় না। ’

বাংলাদেশ কখনো অনিশ্চয়তার দিকে যাবে না, বিএনপি যেভাবে অনিশ্চয়তার দিকে চলছে তাতে বিএনপিই অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক শিরীন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত সভাপতি হরুনুর রসীদ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন