English

25 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন, জানালেন দুদু

- Advertisements -

বিএনপি ক্ষমতায় এলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে পারেন। গতকাল মঙ্গলবার এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এমন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এর আগে তিনি বলেছিলেন, আগামী দিনে খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন।

আপনি বলছেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, তার বর্তমান যে শারীরিক অবস্থা..। আবার আপনাদের অনেক নেতা বলছেন তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন- এমন প্রশ্নের জবাবে দুদু বলেন, ‘বেগম জিয়া তো প্রধানমন্ত্রীর দায়িত্ব তারেক সাহেবকে দিতে পারেন। আমাদের তো তা আছে, আওয়ামী লীগের তো নাই। আওয়ামী লীগে শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রীর বাইরে দ্বিতীয় লিডারশিপ (নেতৃত্ব) আপাতত নাই।’

এর আগে গত সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু বলেন, ‘খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আবেদন করা হয়েছে। এটাই প্রথম আবেদন না, এর আগেও করা হয়েছিল। আমরা মনে করেছিলাম অসুস্থ নেত্রীর সু চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা করবে সরকার। কিন্তু আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলার আগে যুক্তরাষ্ট্রে ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এটা সরাসরি নাকচ করে দিয়েছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার দপ্তরের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা করতে পারতেন। তিনি যেভাবে না করেছেন তাতে মনে হচ্ছে তিনি কোথায় যেন আতঙ্কিত। তিনি যেন হতাশ। তিনি বুঝতে পেরেছেন আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না। সেই বিবেচনায় তিনি একটি আপসমুখী পদক্ষেপ নিতে পারতেন। আগামী দিনে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন