English

27 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

‘বাল্যবিয়ে সমাজের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে’

- Advertisements -

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাল্যবিয়ে সমাজের উন্নয়নের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বাল্যবিয়ে রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

আজ শনিবার শাহবাগে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ইভোল্যুশন ৩৬০ আয়োজিত পাবলিক স্পিকিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাল্যবিয়ে পরিবারের পাশাপাশি সমাজের জন্যও ক্ষতিকর। তাই বাল্যবিয়ে বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।

ফরহাদ হোসেন বলেন, দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন নারী-পুরুষ সমতা। এ সমতা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্তমান সরকার বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জন করতে হলে নারীদেরকেও পুরুষদের মতো উন্নয়নের মূল স্রোতধারায় সংযুক্ত হতে হবে। তাদেরকেও উন্নয়ন কার্যক্রমে সমানভাবে অংশগ্রহণ করতে হবে। সেজন্যই নারীরা যেন পুরুষদের মত সমান অধিকার পায়, তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন