চলতি অর্থবছরে গরিবের জন্য কোনো বাজেট রাখা হয়নি অভিযোগ করে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, চলতি বাজেটে গরিবের জন্য বরাদ্দ কত রাখা হয়েছে তা সরকার বলছেন না।
মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ অভিযোগ করেন তিনি। রুমিন ফারহানা বলেন, প্রান্তিক মানুষের জন্য মোট বাজেটের যে ০.২২ শতাংশ রাখা হয়েছে লুটপাটের কারণে তাও পাচ্ছে না।
বাজেট বক্তৃতায় তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের গবেষণা উল্লেখ করে বলেন, গত অর্থবছরে করোনায় দেশে এক কোটি মানুষ নতুন করে গরিব হয়েছে। তাদের বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি এবারের বাজেটে।
সরকার তার নিজ দলের এমপি মন্ত্রীর কল্যাণের জন্য বাজেট প্রণয়ন করেছে অভিযোগ করে তিনি বলেন, সাধারণ মানুষের কথা নেই বাজেটে।
রুমিন ফারহানা বলেন, স্বাস্থ্যখাতে যে বরাদ্দ ছিল গতবার তার অর্ধেক অর্থও খরচ করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ভারত আমাদের তিন কোটি টিকা দিবে অথচ ভারত বলে দিয়েছে নতুন করে তারা করোনার ভ্যাকসিন দিবে না। যদিও করোনার অর্থ সরকার আগেই পরিশোধ করে দিয়েছে।