English

21 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শ্রদ্ধা নিবেদন

- Advertisements -

৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ রবিবার সকাল ১১টায় ধানমন্ডি বত্রিশে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটি।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক মো: আল মামুন, সংগঠনের সহ-সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার মুহাম্মদ আরিফুজ্জামান নূরন্নবী, শাজাহান মিয়া, শাহীন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক শের সম্রাট খান, সুপ্রিয় দাশ, ইঞ্জি: আবু হানিফ, দপ্তর সমন্বয়ক মুহাম্মদ নূর আলম সরদারসহ প্রমুখ নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুন বলেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিনে আমরা তাঁকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যতোদিন বাংলাদেশ থাকবে, ততোদিন বঙ্গবন্ধু আমাদের হৃদয়ের মণিকোঠায় বেঁচে থাকবেন। একাত্তরের পরাজিত অপশক্তি পাকিস্তানের দোসররা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি।

দেশের কোটি কোটি মানুষ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধ বাঙ্গালি জাতির জীবনে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। বিএনপি-জামাতি-বামাতি-নুরু গং অপশক্তিরা জনগণের নিকট প্রত্যাখ্যাত হয়ে আবার বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র অতীতের ন্যায় ভবিষ্যতে রাজপথে শক্তহাতে মোকাবিলা করবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য রাজপথে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।”

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন