English

15 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
- Advertisement -

পরাজিত হলেও আওয়ামী লীগকে দায়ী করবো না: ইনু

- Advertisements -

১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ভোটের মালিক জনগণ, তাই ভোটে পরাজিত হলেও জোটের শরীকদের দায়ী করবো না। কুষ্টিয়া-২ আসনে ইনুর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছেন।

কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ ইউনিয়ন পরিষদের সামনে বৃহস্পতিবার বিকাল ৫টায় নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি। পথসভায় যোগ দেয়ার আগে এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন ইনু।

জাসদ সভাপতি আরও বলেন, আওয়ামী লীগ দলগতভাবে জোটের প্রার্থীর পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। বিক্ষিপ্তভাবে কে স্বতন্ত্র ভোট করছে তা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু বলেন, মিরপুরে আওয়ামী লীগের কার্যালয়ে বসে মিটিং করে নৌকার বিরুদ্ধে কথা বলা উচিত হয়নি। এটা শৃঙ্খলা পরিপিন্থী বলে মনে করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম, মিরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এনামুল হক, পোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান জন ও সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন