English

16 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
- Advertisement -

নৌকায় বেশী যাত্রী হলে ডুবে যায়, আর যাত্রীর দরকার নেই: তথ্যমন্ত্রী

- Advertisements -

আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের দল বলে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ বলেছেন, ‘এ দলে সুযোগ সন্ধানীদের কোনো স্থান নেই। যারা দলের জন্য নিবেদিত তাঁরাই আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনে প্রাধান্য যেমনি পাবেন তেমনি দলীয়ভাবেও পদ পদবিতে স্থান পাবেন। নৌকায় বেশী যাত্রী হলে ডুবে যাবার উপক্রম হয়, তাই আর কোনো যাত্রীর দরকার নেই।’

আজ শুক্রবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তথ্যমন্ত্রী এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে এসব মন্তব্য করেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় তথ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী কক্সবাজারসহ পুরো দেশের চেহারাটাই উন্নয়ন দিয়ে বদলে দিয়েছেন। আজ থেকে এক যুগ আগে দেশের চেহারা কেমন ছিল তা ভাবতেই অবাক লাগে।

তিনি বলেন, দেড়শ বছর পর দেশের রেললাইন সম্প্রসারণের কাজ চলছে। আগামী বছর জুন মাস নাগাদ কক্সবাজারেও রেল যোগাযোগ শুরু হবে। তিনি ১২ বছর আগের দেশের উন্নয়ন এবং এখনকার উন্নয়ন চিত্র মানুষের মাঝে তুলে ধরতে তৃণমূলের দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মত বিনিময় সভায় দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা,  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মোসতাক আহমদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্ণেল ফোরকান আহমদ, এমপি আশেক উল্লাহ রফিক, এমপি সাইমুম সরওয়ার কমল, এমপি কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপি, সহ সভাপতি রেজাউল করিম প্রমূখ বক্তৃতা করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন