বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, দেশের সেবক হতে এমপি-মন্ত্রী হওয়ার প্রয়োজন নেই।
শনিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাস ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ড. কামাল হোসেনকে একজন ভালো নেতা মনে করে আমি জোটে গিয়েছিলাম। কিন্তু তিনি ভালো মানুষ হলেও ভালো নেতা নন, তাই আমি জোট ছেড়ে দিয়েছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার মেয়ে নির্বাচন করেছিল। চুরির নির্বাচনে পাশ না করে ভালোই করেছে। ২০১৮ সালে সবচেয়ে খারাপ নির্বাচন হয়েছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় যোদ্ধারা যেভাবে এগিয়ে এসেছিলেন, সেভাবে আমার দলের নেতাকর্মীদের মানুষের জন্য এগিয়ে আসতে হবে। আমরা কাজ করে দেখাতে পারি যে, আমরা এখনও মানুষের আপন হতে পারি।
এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়েরকৃত মামলায় কারা নির্যাতিত ৬২ নেতাকর্মীকে কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুস ছবুর খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
এছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য বেগম নাসরিন কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতিক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ টি এম সালেক হিটলু বক্তব্য রাখেন।